এন্ড্রয়েড ফোনের দারুন দুইটি একশন গেম
আজকে আমি আপনাদের সাথে কোনো টিপস বা কোনো ট্রিকস নিয়ে নয়, বরং এন্ড্রয়েডের ২টি একশন গেমের রিভিউ নিয়ে হাজির হয়েছি।
গেম এমন একটা জিনিস যা জিবনে একবার হলেও আমরা সকলেই কোনো না কোনো একটা গেম খেলেছি। সেটা হোক ম্যাজিক গ্যাম, মুভি গেম বা একশন গেম। সেটা কিন্তু আমরা একবার হলেও খেলেছি।
আর বর্তমানে অনলাইন এও খেলা যায় অসংখ্য গেম, আর বর্তমান এ অনলাইন গেমে রাজত্ব করছে ২ টি গেম পাবজি ও ফ্রি – ফায়ার। এগুলো মুলত একশন গেম। কিন্তু এই গেম গুলো খেলতে হলে ফোনের র্যাম কম পক্ষে ২ জিবি এবং স্টোরেজ ১৬ জিবি এর ও বেশি হতে হয়। না হলে এই গেম ফোনে সাপোর্ট করে না।
কিন্তু অনেকের ফোন ই এখন ও হয়তো ২ জিবি এর কম র্যাম এবং ১৬ জিবি এর কম মানে ৮ জিবি স্টোরেজ। তারা এই গেম গুলো না কখনো খেলতে পারে বা এর মজা নিতে পারে। হয়তো অন্য বন্ধুদের ফোনে একটু খেলে থাকেন, কিন্তু নিজের ফোন ছাড়া অন্যর ফোনে খেলা অনেকটা বিব্রতকর। তো আমি আজকে আমি আপনাদের সাথে এমন কয়েকটি একশন গেম শেয়ার করবো যেগুলো খেলে আপনারা পাবজি বা ফ্রি – ফায়ার এর মজা নিতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা সেই ২ টি এন্ড্রয়েড এর একশন গেম গুলো দেখে আসি৷
1. Cover Strike
2. Zombie 3D Gun Shooter
0 comments