কিভাবে ফেইসবুকে ৩৬০ ডিগ্রি ফটো তৈরি করতে হয়।
আজকে ফেইসবুকের অসাধারণ ট্রিক্স জানবো। যে কিভাবে ফেসবুকের কভার ফটো মধ্যে 360 ডিগ্রী ফটো বসাবেন। তার সাথে খুবই সহজে শিখতে পারবেন যে কিভাবে 360° ফটো বানানো হয়। প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করুন।
তারপর স্ক্রিনশটগুলো ফলো করেন।
৩৬০ ডিগ্রী পেনোরামা তে যান।
আপনার পছন্দ মতো টেমপ্লেট বাছাই করুন।
আপনার ভালো তিনটি পরিষ্কার ছবি আপলোড করুন।
সেভ দিয়ে ফেসবুকে লগইন করে কভার বা প্রোফাইল ফটো তে যান।
আমি আমার কভার আপলোড করতে চাচ্ছি তাই ডাউনলোড করা ফটো আপলোড করে সেভ দিলাম।
না বুঝলে ভিডিওটি দেখতে পারেন।
0 comments