Latest Posts

বাংলার ইতিহাসে প্রথম ফুটবল খেলা নিয়ে নিমির্ত মুভি ||

By December 16, 2021

 Movie :GOLONDAAJ (গোলন্দাজ)

Platform : Hoichoi.

Genre : Biography.

Director :Dhrubo Banerjee.

Star Cast : Dev,Ishaa Saha, Alexx O’Nell, Anirban Bhattacharya,Endrasish Roy Etc.

IMDb : 8.


Favourite Dialogue: ভেড়ার পালে সিংহ জম্মায় না





স্টোরিলাইন: ১৮’শতকের ভারতে ইংরেজদের শাষন ও অত্যাচারে অত্যাচারীত হওয়া ওই দেশে জন্ম নেওয়া এক উদ্দাম পুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।

তার হাত ধরেই উপ-মহাদেশে ফুটবলের যাত্রা শুরু।

এটি তার বায়োগ্রাফি নিয়ে তৈরি সিনেমা “গোলন্দাজ”। মূল চরিত্রে ছিলেন অভিনেতা দেব, বাংলার মাটিতে ইংরেজদের খেলায় ইংরেজদের পরাজিত করার গল্প

Dev: বেশ কয়েকবছর পর দেবের কামব্যাক সিনেমা ছিলে এটা অনেকেই বলেন দেব কথা বলতে পারেনা অভিনয় পারেনা তারা এই সিনেমাটা দেইখেন হ্যা মানছি যে কথা বা বডিল্যাংগুয়েজ কিছুটা দূর্বলতা লক্ষ করবেন তবে এরকম একটা বায়েগ্রাফি সিনেমায় তাকে যথেষ্ট চ্যালেঞ্জ নিয়ে করতে হয়েছে অভিনয় দূর্দান্ত না হলেও কোনো কমতি লক্ষ করবেন না

Ishaa Saha: নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী স্ত্রী গ্রামের লেখাপড়া না জানা সাধারন মেয়ে কথা,এক্সপ্রেশন খুবই সুন্দর লেগেছে

Anirban Bhatachriya: তাকে যতোবার যেখানে দেখি প্রতিবারই অবাক হই তার প্রথম এট্রি সিনটা যাষ্ট আগুন ছিলো যতোবার স্কিনে এসেছে প্রতিবারই সেরাটা দিয়েছে, আর হ্যা সব ডায়লগগুলো তারই লেখা

Alexx O’Nell: তার চেহারা চাহনি ডায়লগগিলো সবকিছুই একদম ইংরেজ সাহেবদের মতোই ছিলো খুবই ভালো অভিনয় করেছে

Other Co Artist:অন্য সকল পার্শ্ব অভিনেতা যারা ছিলেই সবাই নিজ অবস্থানে দূর্দান্ত ছিলেন

Edit,Bgm,Music: এডিট মোটামোটি ছিলো কিছুটা কমতি লেগেছে আরো বেটার কিছু করা যেতো,Bgm খুবই ভালো ছিলো তবে কোনো কোনো যায়গায় সাউন্ড বেশি লেগেছে,প্রতিটা গান নতুন ছিলো এবং সবগুলোই ভালো লেগেছে


Download Now

You Might Also Like

0 comments