Latest Posts

মোবাইল দিয়ে লকড/গার্ড অন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল/কভার ফটো ডাউনলোড করুন SO Easy Tricks

By December 16, 2021

 

ফেসবুকের সেই সীমাবদ্ধতা থেকে আজকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করবো। আমরা আজকে ‘লকড/গার্ড অন’ ফেসবুক প্রোফাইলের কভার ফটো এবং প্রোফাইল ফটো ডাউনলোড করবো!

এর জন্য প্রথমেই আপনি ‘গুগল ক্রোম’ ব্রাউজার টি ওপেন করুন এবং আপনার ফেসবুক আইডি’তে প্রবেশ করুন।


তারপর, আপনি যে ‘লকড/গার্ড অন’ প্রোফাইল -এর ফটো ডাউনলোড করতে চান তার অ্যাকাউন্টটি খুঁজে বের করুন।

তারপর, তার প্রোফাইলে প্রবেশ করুন।


এবার, উপরে ‘ইউআরএল/URL’ বার-এ ক্লিক করুন এবং নিচের মতো করে ‘URL’ ইডিট করুন!

প্রথমে view-source:mbasic.facebook.com এইভাবে ইডিট করে এন্টার/গো দিন।


তারপর নিচে দেখানো যায়গায় ক্লিক করে টিক মার্ক দিন।


এবার ‘গুগল ক্রোম’-এর থ্রি-ডট মেনু থেকে ‘Find in page‘ অপশন-এ ক্লিক করুন।


তারপর ‘সার্চবক্স-এ ‘profile picture‘ লিখে সার্চ করলে নিচের ছবির মতো দেখতে পারবেন।


তারপর ছবিতে দেখানো লিংকে ক্লিক করলেই আপনার কাঙ্খিত ফটো ওপেন হয়ে যাবে। লং প্রেস করে ফটো ডাউনলোড করতে পারবেন।

একইভাবে ‘cover photo‘ লিখে সার্চ দিলে নিচের মতো দেখতে পারবেন।


লিংকে ক্লিক করলেই ফটো ওপেন হয়ে যাবে।
তারপর ডাউনলোড করতে পারবেন।



You Might Also Like

0 comments