GCam মোবাইলে সাপোর্ট করবে কি না দেখার নিয়ম
GCam মোবাইলে সাপোর্ট করবে কি না দেখার জন্য আপনাদেরকে ২ টি এপ এর সাহায্য নিতে হবে। এপ দুইটির প্লে স্টোর লিংক একটু নিচে দিয়ে দিবো । এই দুইটি এপ এর সাইজ খুব কম, তাই সহজেই ফোনে ডাউনলোড করতে পারবেন।
১ম এপ: Camera2api (±3.7mb)
এই এপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনার ফোনে ওপেন করবেন।
যদি Limited এর নিচের গুলোর কোনো একটিতে টিক দেওয়া থাকে তবে ধরে নিবেন আপনার ফোনে কোনো LMC সাপোর্ট পাবে না। (যে ভার্সনই হোক, কখনোই সাপোর্ট পাবে না)
আবার যদি Full তে টিক থাকে তাহলে ধরে নিবেন অধিকাংশ ভার্সনই সাপোর্ট পাবে আর Level 3 তে টিক দেওয়া থাকে তাহলে ধরে নিবেন সব LMC ক্যামেরাই আপনার ফোনে সাপোর্ট পাবে।
কিভাবে বুঝবেন Lmc কোন ভার্সন আপনার ফোনে সাপোর্ট পাবে
উপরে দেখলাম Limited এর পাশে টিক দেওয়া থাকলে কোনো কোনো ভার্সন সাপোর্ট পেতেও পারে আবার কোনো টা নাও পেতে পারে। আবার Full এ টিক থাকলে মাঝে মাঝে কোনো ভার্সন ক্র্যাস ও করতে পারে। তাই এই দুই পর্যায়ের কোনো যায়গায় যদি থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে কোন ভার্সনের ক্যামেরা ফোনে সাপোর্ট পাবে, এবার সেটাই দেখে নিবো। তো এই কাজ করার জন্য আরেকটা এপের সাহায্য নিতে হবে।
২য় এপ: GCamerator (±11 mb)
এই অ্যাপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সাপোর্ট করবে কি না।
0 comments