Latest Posts

Past Tense কাকে বলে?(গঠন প্রণালি সহ বিস্তারিত)

By December 06, 2021

 



Past tense কয় ভাবে বিভক্ত করা হয়েছে?

**Simple past tense/ past indefinite tense

**Past continuous tense.

**Past perfect tense.

**Past perfect continuous tense.

Past Tense সাধারণতঃ উপরোক্ত চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। এখন আমরা এই চারটি বিভক্ত নিয়ে গঠন প্রণালী সহ বিস্তারিত জানব। এখানে একটু মন দিয়ে ও মনোযোগ সহকারে পড়বেন আশা করি।

1 Simple past tense/past indefinite tense কাকে বলে?

পাস্ট ইন্ডিফিনিট টেন্সঃ পাস্ট ইন্ডিফিনিট টেন্স সাধারণত অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু তাঁর হল বর্তমানে নেই এরূপ প্রকাশ করলে, সাধারণত তাকে সিম্পল পাস্ট টেন্স/পাস্ট ইন্ডিফিনিট টেন্স বলা হয়।

পাস্ট ইন্ডিফিনিট টেন্স এর গঠন প্রণালীঃ Sub+V²+Object.

পাস্ট ইন্ডিফিনিট টেন্সঃ অতীতকালের অনিদৃষ্ট সময়ে কোন কাজ করেছিল বা করত এরূপ বোঝালে সাধারণত তাকে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বলে। চলুন উদাহরণ হিসেবে এ বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেয়া যাক।

উদাহরণঃ father came home yesterday. অর্থাৎ বাবা গতকাল বাড়িতে এসেছিল।


প্রিয় বন্ধুরা এটি হলো পাস্ট ইন্ডিফিনিট টেন্স এর গঠন প্রণালী সহ বিস্তারিত আলোচনা। যদিও সংক্ষিপ্ত আকারে আপনাদের কে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আরো কিছু উদাহরণ নিয়ে চলুন পরবর্তী টেন্স নিয়ে আলোচনা করি।

He bought a shirt. সে একটি জামা কিনে ছিল।

I meet him. অর্থাৎ আমি তার সাথে দেখা করেছিলাম।

2 Past continuous tense কাকে বলেঃ পাস্ট কন্টিনুওস টেন্স সাধারণত অতীতকালে কোন কাজ চলছিল বা হচ্ছিল এরূপ বোঝালে, এবং ধার আকারে যে পরিবর্তন হয় তাকে সাধারণত পাস্ট কন্টিনিয়াস টেন্স বলে। অর্থাৎ অতীতকালে কোন কাজ চলছিল বা হচ্ছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনুওস টেন্স বলে।

পাস্ট কন্টিনুওস টেন্স গঠন প্রণালীঃ Sub+was/was+V¹+ing+object.

পাস্ট কন্টিনুওস টেন্সঃ অতীতকালে কোন কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে ভাড়া করে যে পরিবর্তন হয়ে থাকে, তাকেই সাধারণত পাস্ট কন্টিনুওস টেন্স বলা হয়।

উদাহরণঃ I was learning English. অর্থাৎ আমি ইংরেজি শিখিতে ছিলাম।

প্রিয় বন্ধুরা এটি ছিল পাস্ট কন্টিনুওস টেন্স এর গঠন প্রণালী সহ বিস্তারিত ধারণা। যদি হয় সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝার ক্ষেত্রে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। এখন চলুন আরো কয়েকটি উদাহরণ দেওয়ার পর, আমরা পরবর্তী টেন্স নিয়ে আলোচনা করি।

They are going to home. তারা বাড়ি যাচ্ছিল।

I was reading a book. আমি একখানা বই পড়েছিলাম।

3 Past perfect tense কাকে বলেঃ পাস্ট পারফেক্ট টেন্স সাধারণত অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত, পূর্বে সংঘটিত কাজটা এটাকেই সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়ে থাকে। অর্থাৎ অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে, সংঘটিত কাজকেই পাস্ট পারফেক্ট টেন্স বলে।

পাস্ট পারফেক্ট টেন্স গঠন প্রণালীঃ Sub+had+V.p.p+object.

সাধারণত এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী। চলুন গঠনপ্রণালী দেখে না চিনতে পারলে কিছু উদাহরণ দেখেনিই। আশা করি তাহলে আপনারা পাস্ট পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন।

পাস্ট পারফেক্ট টেন্সঃ অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে, সংঘটিত কাজটি হলো পাস্ট পারফেক্ট টেন্স।

উদাহরণঃ I had learnt English. অর্থাৎ আমি ইংরেজি শিখিয়া ছিলাম।

সম্মানিত পাঠক গন এটি ছিল সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী সহ, বিস্তারিত। অবশ্য আমরা আপনাদের সংক্ষিপ্ত নিয়মে বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে চলুন আরো কিছু উদাহরণ সম্পর্কে জেনে, পরবর্তী টেন্স নিয়ে আলোচনা শুরু করি।

We started journey after her rain head came. অর্থাৎ বৃষ্টি আসার পর আমরা যাত্রা করেছিলাম।

He had met me before he went home. সে বাড়ি যাবার পূর্বে আমার সাথে দেখা করে ছিল।

4 Past perfect continuous tense কাকে বলেঃ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাধারনত, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি, কত সময় ধরে চলছে এরূপ বোঝালে সাধারণত তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কত সময় ধরে চলেছে এরূপ বোঝালে, ক্রিয়া এর আকারে যে পরিবর্তন হয়ে থাকে তাকেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে।

পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালীঃ Sub+had+been+ing+object.

You Might Also Like

0 comments