তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর
১. ইন্টারনেট কী?
উত্তরঃ ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। অন্যভাবে বলা যায় - বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থার নামই ইন্টারনেট।
২. আউটসোর্সিং কী?
উত্তরঃ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের অনলাইন নির্ভর কাজগুলো অন্য দেশের দক্ষ লোক দিয়ে করিয়ে নিচ্ছে এই ধরনের কাজগুলোকে বলা হয় আউটসোর্সিং।
উত্তরঃ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের অনলাইন নির্ভর কাজগুলো অন্য দেশের দক্ষ লোক দিয়ে করিয়ে নিচ্ছে এই ধরনের কাজগুলোকে বলা হয় আউটসোর্সিং।
৩. তথ্য প্রযুক্তি কি ?
উত্তরঃ কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে।
উত্তরঃ কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে।
৪. যোগাযোগ প্রযুক্তি কী?
উত্তরঃ ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজী বলে।
উত্তরঃ ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজী বলে।
৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?
উত্তরঃ যেকোন প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেক্ট্রনিক্স প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী বলে।
৬. কর্মসংস্থান কী?
উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যাংক, বীমা, বহুজাতিক কোম্পানি, মোবাইল কোম্পানীসহ বিভিন্ন অফিসে কর্মসংস্থানের ব্যবস্থা করাকে কর্মসংস্থান বলা হয়।
৭. বিশ্বগ্রাম কী?
উত্তরঃ বিশ্বগ্রাম (Global Village) হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।
৮. বিশ্বগ্রাম কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তরঃ কানাডার বিখ্যাত টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক “মার্শাল ম্যাকলুহান” সর্বপ্রথম “গ্লোবাল ভিলেজ” কথাটি ব্যবহার করেন।
৯. তিনটি কমিউনিকেশনের নাম লিখ?
উত্তরঃ স্যাটেলাইট কমিউনিকেশন, টেলি কমিউনিকেশন ও ওয়্যারলেন্স কমিউনিকেশন।
১০. GPS এর পূর্ণরূপ কী?
উত্তরঃ GPS এর পূর্ণরূপ Global positioning System
১১. GSM এর পূর্ণরূপ কী?
উত্তরঃ GSM এর পূর্ণরূপ Global system for mobile communications
১২. বারকোড কী?
উত্তরঃ বারকোড হলো এক প্রকার সাংকেতিক চিহ্ন, যার দ্বারা পন্যের নাম, প্রস্তুতকারকের নাম, মূল্য প্রভৃতি তথ্য সংযুক্ত করা হয়।
Raisul Islam Hridoy
১৩. অফিস অটোমেশ প্রচলন কখন শুরু হয়?
Raisul Islam Hridoy
১৩. অফিস অটোমেশ প্রচলন কখন শুরু হয়?
উত্তরঃ ১৯৭০ সালের দিকে অফিস-গুলোতে অটোমেশনের প্রচলন শুরু হয়।
১৪. অফিস অটোমেশ কি?
উত্তরঃ অফিস অটোমেশন হলো বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে (যেমন- কম্পিউটার, টেলিযোগাযোগ, ই- মেইল ইত্যাদি) কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা।
১৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত অফিসের জিনিসপত্র-গুলো কি কি?
উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত অফিসের জিনিসপত্র হলো- কম্পিউটার, টেলিফোন মোবাইল, ফোন- ফ্যাক্স, মেশিন স্ক্যানার, প্রিন্টার, ফটোকপিয়ার লেমিনেটর, প্রজেক্টর, সিসিটিভি, আইপি- পিবিএক্স, সময় রেজিস্টার মেশিন প্রভৃতি।
১৬. ওয়েব পেইজ কি?
উত্তরঃ ইন্টারনেটে বিশেষ পেইজে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখা যায়, তাকে ওয়েব পেইজ বলে।
১৭. নিউজ শব্দটির অর্থ কি?
উত্তরঃ নিউজ শব্দটির অর্থ হলো তথ্য বা সংবাদ।
১৮. ব্লগার কি?
উত্তরঃ যিনি ইন্টারনেটে ব্লগ পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়।
১৯. ফেসবুকের কাজ কী?
উত্তরঃ ফেসবুকের লগ ইন করা অবস্থায় একজন অন্যজনের সাথে চ্যাট করা, প্রোফাইল দেখা, ম্যাসেজ পাঠানো, ছবি পাঠানো, ছবিতে মন্তব্য লেখা এমনকি প্রোফাইলে ছবি যুক্ত করা যায়।
২০. টেলিমেডিসিন কী?
উত্তরঃ টেলিফোন, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি মিডিয়া ব্যবহার করে দেশে বা বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহনের পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। বর্তমানে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রেই এই ব্যবস্থা রয়েছে।
২১. স্মার্টহোম কী?
উত্তরঃ স্মার্টহোম এমন একটি বাসস্থান যেখানে রিমোর্ট কন্ট্রোলিং এবং প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে একটি বাড়ির হিটিং, কুলিং, লাইটিং, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রন করা যায়। এটি একটি হোম অটোমেশন সিস্টেম।
২২. ভার্চুয়াল রিয়েলিটি কী?
উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশ সম্পর্কে বাস্তবের অনুকরনে অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
২৩. ভার্চুয়াল রিয়েলিটি কী কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ড্রাইভিং শেখা, ডাক্তারি, বিমান চালনা, যুদ্ধ প্রশিক্ষণসহ অন্যান্য বিভিন্ন শিক্ষামূলক কাজ করা যায়।
২৪. E- mail কী?
উত্তরঃ Electronic Mail কে সংক্ষেপে E-mail বলা হয়। সনাতন ডাক ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল ডাক ব্যবস্থার পদ্ধতি হল ইলেক্ট্রনিক মেইল বা ই-মেইল। সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সমন্বয়ে গঠিত যা প্রেরিত তথ্য বিদ্যুৎ গতিতে প্রেরকের অনুপস্থিতিতেই তাঁর ব্যবহৃত আইডিতে নির্ভূলভাবে র্পৌছে দিতে সক্ষম।
২৫. E- mail আদান- প্র্রদানের সফটওয়ারের নাম কী?
উত্তরঃ ই-মেইল আদান প্রদান জন্য কয়েকটি উল্লেখযোগ্য সফটওয়ার হলো- yahoomail, gmail, eudora, Outlook Express ইত্যাদি।
২৬. ভিডিও টেক্সট কী?
উত্তরঃ টেলেক্স ব্যবহার করে আদান-প্রদান করা তথ্যের টেলিভিশন, কম্পিউটার বা যেকোন ভিডিও ডিসপ্লে ইউনিটে প্রদর্শিত রূপটি হলো ভিডিও টেক্সাট।
২৭. জিআইএস (GIS) কী?
উত্তরঃ ডিআইএস এমন একটি সিস্টেম যা প্রাকৃতিক সম্পদ, ভূমি পরিবেশ তথা ভৌগলিক অবকাঠামো ও পারিপাশ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও সংগঠন করতে পারে।
২৮. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
উত্তরঃ মানুষের চিন্তা- ভাবনাগুলো কৃত্রিম উপায়ের কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
২৯. রোবটিকস কী?
উত্তরঃ টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিকস বলে।
৩০. রোবট কী?
উত্তরঃ রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা; যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে অথবা এর কাজের ধরণ দেখে মনে হবে এর কৃত্তিম বুদ্ধিমত্তা আছে।
1. গুগলের জনক কে?
উত্তরঃ- সার্জেই বিন।
উত্তরঃ- সার্জেই বিন।
2. ফেসবুকের জনক কে?
উত্তরঃ- মার্ক জুকারবার্গ
উত্তরঃ- মার্ক জুকারবার্গ
3. টুইটারের জনক কে?
উত্তরঃ- জ্যাক ডোরসেই।
উত্তরঃ- জ্যাক ডোরসেই।
4. আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তরঃ- বাল মেগারিজ।
উত্তরঃ- বাল মেগারিজ।
5. ATM-এর জনক কে?
উত্তরঃ- জন শেফার্ড ব্যারন।
উত্তরঃ- জন শেফার্ড ব্যারন।
6. আধুনিক শিক্ষার জনক কে?
উত্তরঃ- সক্রেটিস
উত্তরঃ- সক্রেটিস
7. এনাটমির জনক কে ?
উত্তরঃ- আঁদ্রে ভেসালিয়াস
উত্তরঃ- আঁদ্রে ভেসালিয়াস
8. ফিনান্সের জনক কে?
উত্তরঃ- এ্যারোরা।
উত্তরঃ- এ্যারোরা।
9. হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- লুকা প্যাসিওলি।
উত্তরঃ- লুকা প্যাসিওলি।
10. মার্কেটিং এর জনক কে?
উত্তরঃ- ফিলিপ কোটলার
উত্তরঃ- ফিলিপ কোটলার
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি । .
উত্তরঃ টিম বার্নাস লি । .
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় )
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে । .
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে । .
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chromr.
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে। .
উত্তরঃ ২০০৬ সালে। .
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ । .
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ । .
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা । .
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা । .
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ে র নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects Agency Network)
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম । .
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম । .
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ .
উঃ ১৯৯৮ খ্রিঃ .
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
উঃ Read Only Memory
ইন্টারনেট (Internet) সম্পর্কিত কিছু অজানা তথ্য জেনে নেই
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় )
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chrome.
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chrome.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut etc.
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut etc.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects Agency Network)
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৩। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
উঃ California
৩৪। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৫। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
উঃ ২০০১ খ্রিঃ
৩৫। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
উঃ 10MBps
৩৬। প্রঃ ABC কি?
উঃ ১ম ইলেকট্রনিক কম্পিউটার
উঃ ১ম ইলেকট্রনিক কম্পিউটার
৩৭। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
উঃ Hype Text Markup Language
৩৮। প্রঃ PC-তে সর্বপ্রথম operating system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
উঃ ১৯৭১ খ্রিঃ
৩৯। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
উঃ Output
৪০। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
উঃ Read Only Memory
৪১। প্রঃ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক কি?
উঃ ডাটা
উঃ ডাটা
৪২। প্রঃ কম্পিউটারের আবিষ্কারক কে?
উঃ হাওয়ার্ড আইকন
উঃ হাওয়ার্ড আইকন
৪৩। প্রঃ কম্পিউটারের DPT এর পূর্ণ রূপ কি?
উঃ Dual Port Transreceiuer
উঃ Dual Port Transreceiuer
৪৪। প্রশ্ন-৩. কে এবং কবে মাইক্রোপ্রসেসর তৈরি করেন?
উত্তর: ড. টেড হফ ১৯৭১ সালে (প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল- ৪০০৪)
উত্তর: ড. টেড হফ ১৯৭১ সালে (প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল- ৪০০৪)
৪৫। প্রশ্ন-৫. আই.বি.এম (ইন্টারন্যাশনাল বিজনেস মেসিন) পিসি তৈরি হয় কবে?
উত্তর: ১৯৮১ সালের ১২ আগস্ট থেকে বের হয় পার্সোনাল কম্পিউটার।
উত্তর: ১৯৮১ সালের ১২ আগস্ট থেকে বের হয় পার্সোনাল কম্পিউটার।
1.Multitasking কাকে বলে?
Ans: একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে multitasking.
2.টাস্কবার কাকে বল?
Ans: ডেক্সটপের নিচের দিকে start লেখা সম্ফলিত বারকে টাক্স বার বলে।
3.রিসাইকেলবিন কি?
Ans: রিসাইকেলবিন হচ্ছে একটি ট্রন্সজিট মেমোরি লোকেশন।
4.Defragmentation কি?
Ans: যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হল defragmentation.
5.ফরমেট কাকে বলে?
Ans:ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে।
Ans: একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে multitasking.
2.টাস্কবার কাকে বল?
Ans: ডেক্সটপের নিচের দিকে start লেখা সম্ফলিত বারকে টাক্স বার বলে।
3.রিসাইকেলবিন কি?
Ans: রিসাইকেলবিন হচ্ছে একটি ট্রন্সজিট মেমোরি লোকেশন।
4.Defragmentation কি?
Ans: যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হল defragmentation.
5.ফরমেট কাকে বলে?
Ans:ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে।
⑴ বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন → বিল মোগরিজ
⑵ সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো → Mark - 1
⑶ 'হার্ডডিস্ক' মাপার একক হলো → গিগাবাইট
⑷ মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় → অ্যাপকে
⑸ স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবিত হয় → ১৯৭৪ সালে
⑹ অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোন → HTC Dream, যা T- mobile G1 নামে পরিচিত
⑺ কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে → ৩ টি অংশ
⑻ কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় → হার্ডওয়্যার
⑼ IC আবিষ্কৃত হয় → ১৯৫৮ সালে
⑽ ভাইরাস নামকরণ করেন → → গবেষক ফ্রেডরিক কোহেন
⑵ সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো → Mark - 1
⑶ 'হার্ডডিস্ক' মাপার একক হলো → গিগাবাইট
⑷ মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় → অ্যাপকে
⑸ স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবিত হয় → ১৯৭৪ সালে
⑹ অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোন → HTC Dream, যা T- mobile G1 নামে পরিচিত
⑺ কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে → ৩ টি অংশ
⑻ কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় → হার্ডওয়্যার
⑼ IC আবিষ্কৃত হয় → ১৯৫৮ সালে
⑽ ভাইরাস নামকরণ করেন → → গবেষক ফ্রেডরিক কোহেন
১. প্রশ্ন: Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়?
উত্তর: B2G
২. প্রশ্ন: COD এর পূর্ণরূপ-
উত্তর: Cash on Delivery
৩. প্রশ্ন: Oracle Corporation - এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: Lawrence J. Ellison
৪. প্রশ্ন: কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়?
উত্তর: দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
উত্তর: B2G
২. প্রশ্ন: COD এর পূর্ণরূপ-
উত্তর: Cash on Delivery
৩. প্রশ্ন: Oracle Corporation - এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: Lawrence J. Ellison
৪. প্রশ্ন: কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়?
উত্তর: দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
৫. প্রশ্ন: সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়--
উত্তর: WAN-এ
৬. প্রশ্ন: WiMAX এর পূর্ণরূপ কি?
উত্তর: Worldwide Interoperability for Microwave Access
৭. প্রশ্ন: কোনটি 3G Language নয়--
উত্তর: Machine Language/Assembly Language
৮. প্রশ্ন: wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
উত্তর: IEEE 802.11
৯. প্রশ্ন: LinkedIn কি ধরনের সার্ভিস?
উত্তর: এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
১০. প্রশ্ন: আইনের ৭ম ধারায় তথ্য প্রযুক্তির কতটি বিষয়কে আইনের আওতায় রাখা হয়েছে?
উত্তর: ২০
১১. প্রশ্ন: বাংলাদেশ তথ্য ডিজিটাল করনের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত ভাগ কম সময় লাগছে?
উত্তর: ৮০-৯০
১২. প্রশ্ন: দেশের ১৫টি চিনিকলের চাষি একযোগে তথ্য পাচ্ছে কোথা থেকে?
উত্তর: ই- পুর্জি
১৩. প্রশ্ন: COD এর পূর্ণরূপ-
উত্তর: Cash on Delivery
১৪. প্রশ্ন: বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার হয়?
উত্তর: ২০১১-১২
১৫. প্রশ্ন: Twitter -এ সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায়?
উত্তর: ১৪০
১৬. প্রশ্ন: কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে? Raisul Islam Hridoy
উত্তর: Leap Frog এর মাধ্যমে
১৭. প্রশ্ন: রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কি হয়?
উত্তর: কম্পিউটার ঠিক ভাবে কাজ করে না
১৮. প্রশ্ন: BSA পূর্ণরূপ-
উত্তর: Business Software Alliance
১৯. প্রশ্ন: তথ্য প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা আগামী ২-৩ বছরে কীরূপ হবে?
উত্তর: দ্বিগুন
২০. প্রশ্ন: GPS এর পূর্ণরূপ--
উত্তর: Global Positioning System
উত্তর: WAN-এ
৬. প্রশ্ন: WiMAX এর পূর্ণরূপ কি?
উত্তর: Worldwide Interoperability for Microwave Access
৭. প্রশ্ন: কোনটি 3G Language নয়--
উত্তর: Machine Language/Assembly Language
৮. প্রশ্ন: wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
উত্তর: IEEE 802.11
৯. প্রশ্ন: LinkedIn কি ধরনের সার্ভিস?
উত্তর: এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
১০. প্রশ্ন: আইনের ৭ম ধারায় তথ্য প্রযুক্তির কতটি বিষয়কে আইনের আওতায় রাখা হয়েছে?
উত্তর: ২০
১১. প্রশ্ন: বাংলাদেশ তথ্য ডিজিটাল করনের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত ভাগ কম সময় লাগছে?
উত্তর: ৮০-৯০
১২. প্রশ্ন: দেশের ১৫টি চিনিকলের চাষি একযোগে তথ্য পাচ্ছে কোথা থেকে?
উত্তর: ই- পুর্জি
১৩. প্রশ্ন: COD এর পূর্ণরূপ-
উত্তর: Cash on Delivery
১৪. প্রশ্ন: বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার হয়?
উত্তর: ২০১১-১২
১৫. প্রশ্ন: Twitter -এ সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায়?
উত্তর: ১৪০
১৬. প্রশ্ন: কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে? Raisul Islam Hridoy
উত্তর: Leap Frog এর মাধ্যমে
১৭. প্রশ্ন: রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কি হয়?
উত্তর: কম্পিউটার ঠিক ভাবে কাজ করে না
১৮. প্রশ্ন: BSA পূর্ণরূপ-
উত্তর: Business Software Alliance
১৯. প্রশ্ন: তথ্য প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা আগামী ২-৩ বছরে কীরূপ হবে?
উত্তর: দ্বিগুন
২০. প্রশ্ন: GPS এর পূর্ণরূপ--
উত্তর: Global Positioning System
৪১. প্রশ্ন: অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় প্রথম -- ফোনে।
উত্তর: HTC
৪২. প্রশ্ন: প্রতি সেকেন্ডে যে বিট টান্সমিট করা হয় তাকে বলে -
উত্তর: Bandwith
৪৩. প্রশ্ন: Coaxial Cable এর সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায়_____ কিলোমিটার পর্যন্ত।
উত্তর: ১
৪৪. প্রশ্ন: বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত -
উত্তর: কক্সবাজার
৪৫. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ?
উত্তর: ৫
৪৬. প্রশ্ন: Man এর উৎকৃষ্ট উদাহরন -
উত্তর: ক্যাবল টিভি নেটওয়ার্ক
৪৭. প্রশ্ন: ক্রাউড কম্পিউটার এর সেবা দেয়া শুরু হয় -
উত্তর: ২০০৫ সালে
৪৮. প্রশ্ন: দূরত্ব বেশি হলে বেস স্টেশনের সংখ্যা -
উত্তর: বাড়াতে হয়
৪৯. প্রশ্ন: সংরক্ষিত ডেটাবেজকে বলে -
উত্তর: Back end
৫০. প্রশ্ন: ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় -
উত্তর: নেটিজেন
৫১. প্রশ্ন: বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশ?
উত্তর: চীন
৫২. প্রশ্ন: বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম -
উত্তর: ARPANET
৫৩. প্রশ্ন: বাংলাদেশে প্রথম অফ-লাইন ইন্টারনেট চালু হয় -
উত্তর: ১৯৯৪ সালে
৫৪. প্রশ্ন: ইন্টারনেটের জনক বলা হয় -
উত্তর: VintonGray Cert কে
৫৫. প্রশ্ন: বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা -
উত্তর: bdnews24. com
৫৬. প্রশ্ন: প্রত্যন্ত অঞ্চল থেকে ইন্টানেট ব্যবহার করতে চাইলে প্রয়োজন--
উত্তর: মডেম
৫৭. প্রশ্ন: ইন্টারনেট সংযোগ সাধারণত কত প্রকার?
উত্তর: ২
৫৮. প্রশ্ন: IP Address এর বর্তমান প্রচলিত ভার্সন--
উত্তর: IPV 4
৫৯. প্রশ্ন: E-mail ঠিকানায় কয়টি অংশ থাকে?
উত্তর: ২
৬০. প্রশ্ন: Cyber Crime রোধে ১৯৯২ সালে কয়টি নির্দেশনা দেয়া হয়?
উত্তর: দশ
উত্তর: HTC
৪২. প্রশ্ন: প্রতি সেকেন্ডে যে বিট টান্সমিট করা হয় তাকে বলে -
উত্তর: Bandwith
৪৩. প্রশ্ন: Coaxial Cable এর সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায়_____ কিলোমিটার পর্যন্ত।
উত্তর: ১
৪৪. প্রশ্ন: বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত -
উত্তর: কক্সবাজার
৪৫. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ?
উত্তর: ৫
৪৬. প্রশ্ন: Man এর উৎকৃষ্ট উদাহরন -
উত্তর: ক্যাবল টিভি নেটওয়ার্ক
৪৭. প্রশ্ন: ক্রাউড কম্পিউটার এর সেবা দেয়া শুরু হয় -
উত্তর: ২০০৫ সালে
৪৮. প্রশ্ন: দূরত্ব বেশি হলে বেস স্টেশনের সংখ্যা -
উত্তর: বাড়াতে হয়
৪৯. প্রশ্ন: সংরক্ষিত ডেটাবেজকে বলে -
উত্তর: Back end
৫০. প্রশ্ন: ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় -
উত্তর: নেটিজেন
৫১. প্রশ্ন: বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশ?
উত্তর: চীন
৫২. প্রশ্ন: বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম -
উত্তর: ARPANET
৫৩. প্রশ্ন: বাংলাদেশে প্রথম অফ-লাইন ইন্টারনেট চালু হয় -
উত্তর: ১৯৯৪ সালে
৫৪. প্রশ্ন: ইন্টারনেটের জনক বলা হয় -
উত্তর: VintonGray Cert কে
৫৫. প্রশ্ন: বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা -
উত্তর: bdnews24. com
৫৬. প্রশ্ন: প্রত্যন্ত অঞ্চল থেকে ইন্টানেট ব্যবহার করতে চাইলে প্রয়োজন--
উত্তর: মডেম
৫৭. প্রশ্ন: ইন্টারনেট সংযোগ সাধারণত কত প্রকার?
উত্তর: ২
৫৮. প্রশ্ন: IP Address এর বর্তমান প্রচলিত ভার্সন--
উত্তর: IPV 4
৫৯. প্রশ্ন: E-mail ঠিকানায় কয়টি অংশ থাকে?
উত্তর: ২
৬০. প্রশ্ন: Cyber Crime রোধে ১৯৯২ সালে কয়টি নির্দেশনা দেয়া হয়?
উত্তর: দশ
৬১. প্রশ্ন: Bar Code সাধারণত কোথায় ব্যবহার করা হয়?
উত্তর: Supermarkets
৬২. প্রশ্ন: LAN card এর অপর নাম কি?
উত্তর: NIC
৬৩. প্রশ্ন: গুগলের অপ্রতিষ্ঠানিক মূলমন্ত্র-
উত্তর: Don't be evil
৬৪. প্রশ্ন: ’অ্যাপল’ কম্পিউটার বাজারে আসে -
উত্তর: ১৯৭৬ সালে
৬৫. প্রশ্ন: ইন্টেলের জন্ম _____ সালে।
উত্তর: ১৯৬৮
৬৬. প্রশ্ন: ইন্টেল প্রথম বানিজ্যিক প্রসেসর তৈরী করে কত সালে?
উত্তর: ১৯৭১
৬৭. প্রশ্ন: টুইটার চালু হয় কত সালে?
উত্তর: ২০০৬
৬৮. প্রশ্ন: ইনস্টাগ্রাম চালু হয় কত সালের অক্টোবরে?
উত্তর: ২০১০
৬৯. প্রশ্ন: সর্বপ্রথম “রোবট” শব্দটি ব্যবহৃত হয় কত সালে?
উত্তর: ১৯২০
৭০. প্রশ্ন: একটি মোবাইল ইউনিটে কতটি অংক থাকে?
উত্তর: ৩
৭১. প্রশ্ন: মোবাইল ফোনে GSM প্রযুক্তি চালু হয় কত সালে?
উত্তর: ১৯৯১
৭২. প্রশ্ন: মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম চালু হয়-
উত্তর: ২০০০ সালে
৭৩. প্রশ্ন: সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে ব্যবহৃত প্রথম মোবাইল ফোন-
উত্তর: এরিকসন আর ৩০৮
৭৪. প্রশ্ন: Mozilla Firefox OS উদ্ভাবন হয় কত সালে?
উত্তর: ২০১২
৭৫. প্রশ্ন: ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কয় ধরনের?
উত্তর: ৪
৭৬. প্রশ্ন: ইনফ্রারেডের ডেটা ট্রান্সফার রেট কত?
উত্তর: 1-4Mbps
৭৭. প্রশ্ন: একটি LAN এ সর্বোচ্চ রিপিটার স্টেশন-
উত্তর: ৪ টি
৭৮. প্রশ্ন: হটস্পট প্রযুক্তি নয়-
উত্তর: Broadband
৭৯. প্রশ্ন: ব্লুটুথের একটি পিকোনেটে সর্বোচ্চ কতটি স্ল্যাভ থাকতে পারে?
উত্তর: ৭
৮০. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক নয়--
উত্তর: WAN
৮১. প্রশ্ন: ক্লাউড কম্পিউটিং প্রথম সেবা দেয়া শুরু করে-
উত্তর: Amazon
৮২. প্রশ্ন: ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
উত্তর: ১৯৯২ সালে
৮৩. প্রশ্ন: Internet শব্দটির উৎপত্তি-
উত্তর: Internet connected Network থেকে
৮৪. প্রশ্ন: Tcp/IP প্রটোকলের উদ্ভাবন হয়-
উত্তর: ১৯৮২ সালে
৮৫. প্রশ্ন: European Laboratory For Particle Physics কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা
৮৬. প্রশ্ন: Opera-mini'র জনক-
উত্তর: স্টিফেন্সন
৮৭. প্রশ্ন: Google e-book সেবা চালু হয়-
উত্তর: ২০১০ সালে
৮৮. প্রশ্ন: বিশ্বগ্রাম ধারণার জনক--
উত্তর: মার্শাল ম্যাক্লুহান
৮৯. প্রশ্ন: বর্তমানে মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা-
উত্তর: সত্য নাদেলা
৯০. প্রশ্ন: ই-কমার্সকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: ৪
৯১. প্রশ্ন: বৈদ্যুতিক টেলিগ্রাফ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৮৩৭
৯২. প্রশ্ন: ব্লগিং এর জনক-
উত্তর: ইভান উইলিয়াম
৯৩. প্রশ্ন: উইকিলিক্স কত সনে যাত্রা শুরু করে?
উত্তর: ২০০৬
৯৪. প্রশ্ন: বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কখন?
উত্তর: ১৯৯৭
৯৫. প্রশ্ন: বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে?
উত্তর: ডাচ বাংলা ব্যাংক
৯৬. প্রশ্ন: বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য?
উত্তর: ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য
৯৭. প্রশ্ন: GSM মোবাইল ফোনের জন্য থাকে--
উত্তর: SIM
৯৮. প্রশ্ন: Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়?
উত্তর: B2G
৯৯. প্রশ্ন: স্বচ্ছ টাচস্ক্রিন কত সালে উদ্ভাবন হয়?
উত্তর: ১৯৭৪ সালে
১০০. প্রশ্ন: বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
উত্তর: খুলনা
১২১. প্রশ্ন: মাইক্রোসফটের মিডিয়ারুম হলো-
উত্তর: সেট-টপ বক্স
১২২. প্রশ্ন: আইবিএম গবেষকবৃন্দ এযাবতকালে কতটি নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর: ৫
১২৪. প্রশ্ন: “অটোমেটেড টেলার মেশিন” কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর: ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
১২৫. প্রশ্ন: IPVC কত বিটের হবে?
উত্তর: ১২৮
১২৬. প্রশ্ন: আরপানেট বন্ধ হয়ে যায় কত সালে?
উত্তর: ১৯৯০
১২৭. প্রশ্ন: ব্লু-টুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত পর্যন্ত?
উত্তর: 2.4 GHz
১২৮. প্রশ্ন: কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম আসে?
উত্তর: সিটিসেল
১২৯. প্রশ্ন: মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে?
উত্তর: অ্যাপকে
১৩০. প্রশ্ন: মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়সীমা কত ছিল?
উত্তর: ১৯৮০-১৯৯১ সাল পর্যন্ত
১৩১. প্রশ্ন: GSM কি ধরণের চ্যানেল একসেস পদ্ধতি?
উত্তর: সম্মিলিত
১৩২. প্রশ্ন: বর্তমানে একমাত্র কোন দেশ 4G ব্যবহার করছে?
উত্তর: দক্ষিণ কোরিয়া
১৩৩. প্রশ্ন: সাবমেরিন কেবল কোথায় স্থাপন করা হয়?
উত্তর: সাগরের তলদেশে
১৩৪. প্রশ্ন: কোনটি খুবই দ্রুত গতির?
উত্তর: SPX
১৩৫. প্রশ্ন: IPV4 ভার্সনের IP Address এর পরের দুটি অকটেট কি প্রকাশ করে?
উত্তর: Host ID
১৩৬. প্রশ্ন: ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে--
উত্তর: http
১৩৭. প্রশ্ন: কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়?
উত্তর: Web browser
১৩৮. প্রশ্ন: E-mail ঠিকানায় @ সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?
উত্তর: ১৯৭২ সালে
১৩৯. প্রশ্ন: ২০১৩ সালে সারা বিশ্বে ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কতটি বিশ্ববিদ্যালয় রোবটিক্স প্রতিযোগীতায় অংশগ্রহণ করে?
উত্তর: ৫
১৪০. প্রশ্ন: ২০১৩ সালের রোবটিক্স প্রোগ্রামে বাংলাদেশের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় প্রথম হয়?
উত্তর: MIST
১৬১. প্রশ্ন: "Chorndro Bot-2" রোবটের অবস্থান সারাবিশ্বে কততম?
উত্তর: ১২তম
১৬২. প্রশ্ন: একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটির পরিবর্তন করার পদ্ধতিকে কি বলে?
উত্তর: Manipulation
১৬৩. প্রশ্ন: ক্রায়োথেরাপি চিকিৎসায় আক্রান্ত টিস্যু ধ্বংস করা যায় কত ভাগ?
উত্তর: ৯০
১৬৪. প্রশ্ন: বায়োমেট্রিক সিস্টেম শনাক্তকরণে কি ধরণের বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয়?
উত্তর: শারীরবৃত্ত
১৬৫. প্রশ্ন: একটি সাধারণ রোবটে কয়টি উপাদান থাকে?
উত্তর: ৪
১৬৬. প্রশ্ন: মঙ্গলগ্রহে প্রথম মহাশূন্যযান প্রেরণ করা হয় কত সালে?
উত্তর: ১৯৭৬ সালে
১৬৭. প্রশ্ন: Robot শব্দটির উৎপত্তি কোন দেশী শব্দ থেকে?
উত্তর: চেক
১৬৮. প্রশ্ন: IBM প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯১১ সালে
১৬৯. প্রশ্ন: Unauthentic এবং Unwanted মেইল কোথায় জমা হয়?
উত্তর: Spam
১৭০. প্রশ্ন: BTRC- এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
উত্তর: Bangladesh Telecommunication Regulatory Commission
১৭১. প্রশ্ন: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান- প্রদানের প্রযুক্তিকে বলা হয়—
উত্তর: ইন্টারনেট
উত্তর: Supermarkets
৬২. প্রশ্ন: LAN card এর অপর নাম কি?
উত্তর: NIC
৬৩. প্রশ্ন: গুগলের অপ্রতিষ্ঠানিক মূলমন্ত্র-
উত্তর: Don't be evil
৬৪. প্রশ্ন: ’অ্যাপল’ কম্পিউটার বাজারে আসে -
উত্তর: ১৯৭৬ সালে
৬৫. প্রশ্ন: ইন্টেলের জন্ম _____ সালে।
উত্তর: ১৯৬৮
৬৬. প্রশ্ন: ইন্টেল প্রথম বানিজ্যিক প্রসেসর তৈরী করে কত সালে?
উত্তর: ১৯৭১
৬৭. প্রশ্ন: টুইটার চালু হয় কত সালে?
উত্তর: ২০০৬
৬৮. প্রশ্ন: ইনস্টাগ্রাম চালু হয় কত সালের অক্টোবরে?
উত্তর: ২০১০
৬৯. প্রশ্ন: সর্বপ্রথম “রোবট” শব্দটি ব্যবহৃত হয় কত সালে?
উত্তর: ১৯২০
৭০. প্রশ্ন: একটি মোবাইল ইউনিটে কতটি অংক থাকে?
উত্তর: ৩
৭১. প্রশ্ন: মোবাইল ফোনে GSM প্রযুক্তি চালু হয় কত সালে?
উত্তর: ১৯৯১
৭২. প্রশ্ন: মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম চালু হয়-
উত্তর: ২০০০ সালে
৭৩. প্রশ্ন: সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে ব্যবহৃত প্রথম মোবাইল ফোন-
উত্তর: এরিকসন আর ৩০৮
৭৪. প্রশ্ন: Mozilla Firefox OS উদ্ভাবন হয় কত সালে?
উত্তর: ২০১২
৭৫. প্রশ্ন: ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কয় ধরনের?
উত্তর: ৪
৭৬. প্রশ্ন: ইনফ্রারেডের ডেটা ট্রান্সফার রেট কত?
উত্তর: 1-4Mbps
৭৭. প্রশ্ন: একটি LAN এ সর্বোচ্চ রিপিটার স্টেশন-
উত্তর: ৪ টি
৭৮. প্রশ্ন: হটস্পট প্রযুক্তি নয়-
উত্তর: Broadband
৭৯. প্রশ্ন: ব্লুটুথের একটি পিকোনেটে সর্বোচ্চ কতটি স্ল্যাভ থাকতে পারে?
উত্তর: ৭
৮০. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক নয়--
উত্তর: WAN
৮১. প্রশ্ন: ক্লাউড কম্পিউটিং প্রথম সেবা দেয়া শুরু করে-
উত্তর: Amazon
৮২. প্রশ্ন: ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
উত্তর: ১৯৯২ সালে
৮৩. প্রশ্ন: Internet শব্দটির উৎপত্তি-
উত্তর: Internet connected Network থেকে
৮৪. প্রশ্ন: Tcp/IP প্রটোকলের উদ্ভাবন হয়-
উত্তর: ১৯৮২ সালে
৮৫. প্রশ্ন: European Laboratory For Particle Physics কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা
৮৬. প্রশ্ন: Opera-mini'র জনক-
উত্তর: স্টিফেন্সন
৮৭. প্রশ্ন: Google e-book সেবা চালু হয়-
উত্তর: ২০১০ সালে
৮৮. প্রশ্ন: বিশ্বগ্রাম ধারণার জনক--
উত্তর: মার্শাল ম্যাক্লুহান
৮৯. প্রশ্ন: বর্তমানে মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা-
উত্তর: সত্য নাদেলা
৯০. প্রশ্ন: ই-কমার্সকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: ৪
৯১. প্রশ্ন: বৈদ্যুতিক টেলিগ্রাফ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৮৩৭
৯২. প্রশ্ন: ব্লগিং এর জনক-
উত্তর: ইভান উইলিয়াম
৯৩. প্রশ্ন: উইকিলিক্স কত সনে যাত্রা শুরু করে?
উত্তর: ২০০৬
৯৪. প্রশ্ন: বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কখন?
উত্তর: ১৯৯৭
৯৫. প্রশ্ন: বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে?
উত্তর: ডাচ বাংলা ব্যাংক
৯৬. প্রশ্ন: বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য?
উত্তর: ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য
৯৭. প্রশ্ন: GSM মোবাইল ফোনের জন্য থাকে--
উত্তর: SIM
৯৮. প্রশ্ন: Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়?
উত্তর: B2G
৯৯. প্রশ্ন: স্বচ্ছ টাচস্ক্রিন কত সালে উদ্ভাবন হয়?
উত্তর: ১৯৭৪ সালে
১০০. প্রশ্ন: বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
উত্তর: খুলনা
১২১. প্রশ্ন: মাইক্রোসফটের মিডিয়ারুম হলো-
উত্তর: সেট-টপ বক্স
১২২. প্রশ্ন: আইবিএম গবেষকবৃন্দ এযাবতকালে কতটি নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর: ৫
১২৪. প্রশ্ন: “অটোমেটেড টেলার মেশিন” কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর: ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
১২৫. প্রশ্ন: IPVC কত বিটের হবে?
উত্তর: ১২৮
১২৬. প্রশ্ন: আরপানেট বন্ধ হয়ে যায় কত সালে?
উত্তর: ১৯৯০
১২৭. প্রশ্ন: ব্লু-টুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত পর্যন্ত?
উত্তর: 2.4 GHz
১২৮. প্রশ্ন: কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম আসে?
উত্তর: সিটিসেল
১২৯. প্রশ্ন: মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে?
উত্তর: অ্যাপকে
১৩০. প্রশ্ন: মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়সীমা কত ছিল?
উত্তর: ১৯৮০-১৯৯১ সাল পর্যন্ত
১৩১. প্রশ্ন: GSM কি ধরণের চ্যানেল একসেস পদ্ধতি?
উত্তর: সম্মিলিত
১৩২. প্রশ্ন: বর্তমানে একমাত্র কোন দেশ 4G ব্যবহার করছে?
উত্তর: দক্ষিণ কোরিয়া
১৩৩. প্রশ্ন: সাবমেরিন কেবল কোথায় স্থাপন করা হয়?
উত্তর: সাগরের তলদেশে
১৩৪. প্রশ্ন: কোনটি খুবই দ্রুত গতির?
উত্তর: SPX
১৩৫. প্রশ্ন: IPV4 ভার্সনের IP Address এর পরের দুটি অকটেট কি প্রকাশ করে?
উত্তর: Host ID
১৩৬. প্রশ্ন: ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে--
উত্তর: http
১৩৭. প্রশ্ন: কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়?
উত্তর: Web browser
১৩৮. প্রশ্ন: E-mail ঠিকানায় @ সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?
উত্তর: ১৯৭২ সালে
১৩৯. প্রশ্ন: ২০১৩ সালে সারা বিশ্বে ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কতটি বিশ্ববিদ্যালয় রোবটিক্স প্রতিযোগীতায় অংশগ্রহণ করে?
উত্তর: ৫
১৪০. প্রশ্ন: ২০১৩ সালের রোবটিক্স প্রোগ্রামে বাংলাদেশের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় প্রথম হয়?
উত্তর: MIST
১৬১. প্রশ্ন: "Chorndro Bot-2" রোবটের অবস্থান সারাবিশ্বে কততম?
উত্তর: ১২তম
১৬২. প্রশ্ন: একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটির পরিবর্তন করার পদ্ধতিকে কি বলে?
উত্তর: Manipulation
১৬৩. প্রশ্ন: ক্রায়োথেরাপি চিকিৎসায় আক্রান্ত টিস্যু ধ্বংস করা যায় কত ভাগ?
উত্তর: ৯০
১৬৪. প্রশ্ন: বায়োমেট্রিক সিস্টেম শনাক্তকরণে কি ধরণের বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয়?
উত্তর: শারীরবৃত্ত
১৬৫. প্রশ্ন: একটি সাধারণ রোবটে কয়টি উপাদান থাকে?
উত্তর: ৪
১৬৬. প্রশ্ন: মঙ্গলগ্রহে প্রথম মহাশূন্যযান প্রেরণ করা হয় কত সালে?
উত্তর: ১৯৭৬ সালে
১৬৭. প্রশ্ন: Robot শব্দটির উৎপত্তি কোন দেশী শব্দ থেকে?
উত্তর: চেক
১৬৮. প্রশ্ন: IBM প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯১১ সালে
১৬৯. প্রশ্ন: Unauthentic এবং Unwanted মেইল কোথায় জমা হয়?
উত্তর: Spam
১৭০. প্রশ্ন: BTRC- এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
উত্তর: Bangladesh Telecommunication Regulatory Commission
১৭১. প্রশ্ন: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান- প্রদানের প্রযুক্তিকে বলা হয়—
উত্তর: ইন্টারনেট
#Information: Collected.
0 comments