Latest Posts

এসো TENSE শিখি সহজে

By November 30, 2021



 (Tense) টেন্স কিঃ টেন্স শব্দের অর্থ ভার্ব বা ক্রিয়া। ইংরেজিতে যেমন টেন্স রয়েছে তেমনি ভাবে বাংলাতেও টেন্স রয়েছে। তবে বাংলা এবং ইংরেজি টেন্স এক রকম নয়। কিছুটা ক্ষেত্রে হলেও আমরা ভিন্নতা পেয়ে থাকি। টেন্স এর প্রকারভেদ বাংলাতে অন্যরকম এবং ইংরেজিতে আলাদা।



(Tense) টেন্স কাকে বলে?

টেন্স শব্দের অর্থ ক্রিয়া বা কাজ। ক্রিয়া এর কোন কাজ সম্পন্ন হওয়ার সময়কে সাধারণত টেন্স বলা হয়। টেন্স কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। আমরা কিন্তু ইংলিশ টেন্স নিয়ে আলোচনা করছি যেটা অবশ্যই মনে রাখা দরকার।

Tense তিন প্রকার তা নিচে দেওয়া হলঃ

1. Present Tense.

2. Past Tense.

3. Future Tense.

গ্রামারে আমরা যখন টেন্স সম্পর্কে নলেজ অর্জন করতে যাব তখন, আমাদের অবশ্যই এই তিনটি টেন্স সম্পর্কে নলেজ থাকা জরুরি। প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন এখন আমরা এই তিনটি টেন্স সম্পর্কে অর্থাৎ এই তিনটি টেন্স কাকে বলে এই বিষয়ে একটু ধারনা নিয়ে আসি।

1.
Present tense কাকে বলেঃ প্রেজেন্ট টেন্স সাধারণত বর্তমানকাল কে বোঝানো হয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্স অর্থ হলো বর্তমান কাল। ক্রিয়ার কাজ যখন বর্তমান সময়কে সাধারণত নির্দেশ করে তখন তাকে present tense বলা হয়ে থাকে।

2.
Past tense কাকে বলেঃ পাস্ট টেন্স সাধারণত অতীতকাল কে বোজানো হয়। অর্থাৎ পাস্ট টেন্স অর্থ হলো অতীত কাল। ক্রিয়ার কাল যখন অতীত সময় কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলা হয়ে থাকে।

3.
Future tense কাকে বলেঃ ফিউচার টেন্স সাধারণত ভবিষ্যৎ কাল কে বোঝানো হয়। অর্থাৎ ফিউচার টেন্স অর্থ হল ভবিষ্যৎ কাল। ক্রিয়ার কাল যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বলা হয়ে থাকে।

বন্ধুরা, Tense এই তিন প্রকার সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ এই ফিউচার টেন্স আবার চার প্রকার। আবার পাস্ট টেন্স চার প্রকার। অন্যদিকে প্রেজেন্ট টেন্সও চার প্রকার। এখন আমরা যদি এই চার প্রকার সহ উপরোক্ত বিষয় নিয়ে বিস্তারিত নলেজ অর্জন করতে পারি। তাহলে আমরা টেন্স এর এ টু জেড নিঃসন্দেহে বলতে পারব। তো এখন চলুন আমরা, এই তিনটি টেন্স চারটি ভাগে বিভক্ত করা হয়েছে কি কি? এই বিষয় নিয়ে একটু আলোচনা করি ও বিস্তারিত জানি।

Present tense সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে। যেমনঃ

1. simple present/ present indefinite tense.

2. Present Continuous tense.

3. Present Perfect tense.

4. Present Perfect continuous tense.

Future tense সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে। যেমনঃ

1. Simple past/ past indefinite tense.

2. Past Continuous tense.

3. Past perfect tense.

4. Past perfect continuous tense.

Past tense সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে। যেমনঃ

1. Simple future/ future indefinite tense.

2. Future continuous tense.

3. Future perfect tense.

4. Future perfect continuous tense.

তো বন্ধুরা, আপনারা উপরোক্ত Tense এর তিন প্রকারের চারটি বিভক্ত গুলো ভালোভাবে বুঝে শুনে বোঝা ও জানার চেষ্টা করুন। প্রয়োজনে আর্টিকেলটি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। সুন্দরভাবে আপনারা আজকে tense-এর এই প্রকারভেদ গুলো ও বিভক্ত গুলো ভালোভাবে পড়ার চেষ্টা করুন। টেন্স শেষ করার জন্য আরেকটু মাত্র বাকি রয়েছে, তবে আমি চাচ্ছি একদিনে সকল বিষয়ে না দেওয়ার জন্য। যারা একেবারে নতুন তাদের জন্য আজকে এতোটুকুই পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে বা শেখার জন্য অনুরোধ করা হলো।

You Might Also Like

0 comments